মালদা

বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা, ঘটনায় প্রতিবেশীর হাতে আক্রান্ত তিন মহিলা

বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসা। যার জেরে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন তিন মহিলা। ঘটনায় রিক্তা সায়ানা নামে এক যুবতীর হাতের আঙুল কাটা যায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার চালা পাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিশ।

    জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা ইজারুল শেখ এদিন সকালে প্রতিবেশীর বাড়ির সামনে ময়লা ফেলে। সেই সময় ওই বাড়ির তিন মহিলা এর প্রতিবাদ করেন। যার ফলে ইজারুল দলবল নিয়ে ওই তিন মহিলার ওপর চড়াও হয় এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গ্রামবাসীরা ছুটে আসতে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। এতে রিক্তা সায়ানা, মাহমুদা বিবি ও শিল্পী শবনম নামে তিনজন গুরুতর আহত হয়। এদের মধ্যে রিক্তার আঘাত গুরুতর থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা গাজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে গাজোল থানার পুলিশ।

    এবিষয়ে আক্রান্তের আত্মীয় আব্দুল মান্নান জানান, এই সমস্যায় এলাকার মাতবরদের নিয়ে সালিশিসভায় বসার কথা ছিল। কিন্তু তার আগেই শুক্রবার প্রতিবেশীরা তাদের উপর হামলা করে বলে অভিযোগ করেন তিনি।